মহান প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঁশখালী বৌদ্ধ সমিতি ও সর্বস্তরের বৌদ্ধ জনসাধারণকে নিয়ে এক মতবিনিময় সভা ০৪ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নবাগত বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাস্থবির, বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ও জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ রাহুলপ্রিয় মহাস্থবির, দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের অধ্যক্ষ তিলোকানন্দ মহাস্থবির, সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ মৈত্রীজিৎ স্থবির, পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বিহারের অধ্যক্ষ ধর্মপাল স্থবির, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, শীলকূপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভূপাল বড়ুয়া, পৌর কমিশনার তপন বড়ুয়া, সাবেক কমিশনার মিলন বড়ুয়া, শিক্ষক যতীন্দ্র বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, প্রশান্ত কুমার বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, হিমেল বড়ুয়া বাপ্পা প্রমুখ।
সভায় বাঁশখালীর ৬ষ্ঠ বৌদ্ধ মন্দিরে যথাযোগ্য মর্যাদায় প্রবারণা পূর্ণিমা উদ্যাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। এ সময় সম্প্রীতি বজায় রাখা সহ সকল সম্প্রদায়ের ধর্মীয় ও নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য আহবান জানানো হয়।
বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, সাফিয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভুঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১১ই অক্টোবর থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত ৬টি বৌদ্ধ মন্দিরে মহান কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তি