BanshkhaliTimes

সম্প্রীতি চর্চা মানুষকে মহৎ করে তুলে: এমপি মোস্তাফিজ

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালীতে শারদীয় দুর্গাপুজা ২০২১ ইং উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রসাশনের উদ্যোগে ভোগ্যপণ্য বিতরণ করা হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুজ্জান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ আজিজুল হক,বউপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের আহবায়ক আশীষ কুমার শীল, সদস্য সচিব উত্তম করণ, পৌরসভা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল কান্তি রুদ্র, সদস্য সচিব ত্রীদীপ মজুমদার, ঝুন্টু কুমার দাশ, প্রদীপ গুহ, টুটুল চক্রবর্তী, রাকেশ প্রমুখ।
এছাড়াও এতে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এবার বাঁশখালীতে ৮৪ টি পুজা মন্ডপে দুর্গাপুজা ও ১২৭ টি ব্যাক্তিগত ঘটপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার ২১১ টি পূজা মন্ডপের সভাপতিদের হাতে বরাদ্দকৃত জিআর চাল ডিও এর চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমাদের দেশে দূর্গাপূজা একটি বড় ধর্মীয় উৎসব। বাঁশখালী সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তের একটি এলাকা। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ আমরা বিভিন্ন ধর্মের লোকজন শান্তিপূর্ণ ভাবে বসবাস করি। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই স্লোগানকে স্মরণ করিয়ে দিয়ে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, আমরা মুসলমানরা যেভাবে স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় উৎসব পালন করি তেমনি সনাতনী সম্প্রদায়ের ভাইয়েরাও শান্তিপূর্ণ ভাবে দূর্গোৎসব পালন করবে। তিনি বলেন, এই দূর্গোৎসবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে ছাড় দেয়া হবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আমি অন্যায়কে কখনও প্রশ্রয় দেইনি আগামীতেও দেবনা। এই দূর্গোৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সম্প্রীতির বাঁশখালী হিসেবে অনেক সুনাম রয়েছে। সম্প্রীতি চর্চা মানুষকে মহৎ করে। এ সুনামকে ধরে রাখতে সকল সম্প্রদায়ের লোকজনকে সহমর্মিতা ও ধৈর্য ধারণ করতে হবে। তিনি বাঁশখালীর সম্প্রীতি যাতে নষ্ট না হয় সে জন্য সতর্কতা অবলম্বন করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি এবারে শারদীয় দুর্গা পূজা উৎসব সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং তিনি বাঁশখালীর সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা জানান।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *