সমীকরণে বিশ্বকাপ, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কতটুকু?
ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার মধ্যে যে কোনো একটা দল বাদ যাবে। ব্রাজিল এবং সার্বিয়ার মধ্যে যে জিতবে ২য় রাউন্ড নিশ্চিত। তবে ম্যাচ ড্র হলেও ২য় রাউন্ডে ব্রাজিল। তেমনি সুইজারল্যান্ড জিতলে বা ড্র করলেই ২য় রাউন্ড নিশ্চিত। কোস্টারিকা এমনিতেই বিদায়। ব্রাজিল এবং সুইজারল্যান্ড দুটি দলই যদি প্রতিপক্ষের কাছে হারে তখন পয়েন্ট যে যাবার যাবে।
সেক্ষেত্রে সুইজারল্যান্ড অনেকটা নিশ্চত। কেননা কোস্টারিকা এখনও জয়ের মুখ দেখে নি তাদের খেলাও ডিফেন্সিভ বিপরীতে সুইজারল্যান্ড এই গ্রুপে অপ্রতিরোধ্য।
তেমন ব্রাজিলও অপ্রতিরোধ্য এবং দারুণ ছন্দে আছে। কিন্তু সমীকরণে ব্রাজিলে এগিয়ে থাকলেও সার্বিয়ার হাতে রয়েছে ৩ পয়েন্ট। সুতরাং তাদেরও শেষ চেষ্টা থাকবে ব্রাজিলকে মরণকামড় বসিয়ে দেবার। তাছাড়া তাদের ঝটিকা আক্রোমন মোটেও ফেলা দেবার মতো নয়।
অন্যদিকে ক্রোয়েশিয়া ২য় রাউন্ডের টিকিট নিশ্চিত করে রেখেছে। কিন্তু আর্জেন্টিনা হেরে গেলে কিংবা ড্র করলেই বাদ পড়বে শেষ ১৬ থেকে। জিতে গেলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাবে, যদি আইসল্যান্ড হেরে যায়। তবে প্রতিপক্ষ যখন ক্রোয়েশিয়া তখন আইসল্যান্ডের হেরে যাওয়া অনেকটা নিশ্চিত। তবে নাইজেরিয়া প্রতিপক্ষ হিসাবে ভয়ানক রূপ নিচ্ছে। লড়াইটা মুসা এবং মেসির। এ লড়ায়ে অবশ্যই আর্জেন্টিনা নাইজেরিয়া থেকে শক্তিশালী দল। তবে নাইজেরিয়া ড্র করলেও হবে কিন্তু আর্জেন্টিনার জয়ের বিকল্প নেই। অর্থাৎ আর্জেন্টিনা মরিয়া আর নাইজেরিয়া আত্মবিশ্বাসী।
লেখক: আরমানউজ্জামান
ব্যাংকার ও ক্রীড়া ভাষ্যকার