তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস: সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মহান বিজয় সম্মাননা পেলেন বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন। গত ৫ ডিসেম্বর ২০২০ রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মশিউর রহমান, বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির সভাপতি গোলাম রাব্বানী খান, কবি নুসরাত আরা টুম্পা প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন ২০১৯ সালেও ভারতের পশ্চিম বঙ্গের মৈত্রী সম্মাননা ও ২০২০ সালে ভারতের ড. এ পি জে আবদুল কালাম স্মৃতি পদকে ভূষিত হন। এছাড়াও তিনি মাদার তেরেসা পদক, শেরে বাংলা পদকসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।