
‘চট্টগ্রামের পাঠকের মুখোমুখি তিন তরুণ কথাসাহিত্যিক’ শীর্ষক অনুষ্ঠান আজ ৫ এপ্রিল ২০১৯ ইং বিকেল ৫ টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে আমন্ত্রিত লেখক হিসেবে উপস্থিত থেকে লেখালেখি, জীবন ও ক্যারিয়ার নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক, কথাসাহিত্যিক সোহেল নওরোজ, কথাসাহিত্যিক ও বাচিকশিল্পী আরমানউজ্জামান, কথাসাহিত্যক ও সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ।
কথাশিল্পী জান্নাতুন নুর দিশার সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বজরা সম্পাদক মোসলেহ মহসিন, ছড়াকার ওসমান মাহমুদ, নক্ষত্র সম্পাদক আবু ওবাইদা আরাফাত, ছড়াকার মখছুছ চৌধুরী, নগর ও নাগরিক সভাপতি লায়ন এম আইয়ুব, গল্পকার আহমেদ পলাশ, সাইফুল ইসলাম, ইমরান ইবনে আনোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত লেখকবৃন্দ।
আমন্ত্রিত লেখকের বক্তব্যে তাঁরা বলেন- ‘লেখকরা সমাজের বাস্তবচিত্র ও সময়কে ধারণ করে সাহিত্য সৃষ্টি করে থাকেন। কেবল সস্তা জনপ্রিয়তাই লেখকের মুখ্য উদ্দেশ্য হতে পারেনা। একজন লেখক তাঁর নৈতিক অবস্থানকে অক্ষুন্ন রেখেই সমাজ ও পাঠকের মনোজগত আলোকিত করার চেষ্টায় থাকেন।’
অনুষ্ঠান শেষে লেখকদের প্রকাশিত বইয়ের প্রদর্শনী ও অটোগ্রাফসহ বই সংগ্রহ করেন পাঠক-ভক্তবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি