বাঁশখালী সমিতি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা, বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব, বিশিষ্ঠ সমাজ সংগঠক ও ব্যাংক কর্মকর্তা সমাজসেবী সিরাজুল কবিরের দ্বিতীয় ও শেষ জানাজা আজ (১৭ মে,২০১৭ইং) বাদে যোহর বাঁশখালী হামেদিয়া রহিমা আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুমিনুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বিশিষ্ট সমাজসেবী মাহবুবুল ইসলাম টুকু, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, বিশিষ্ঠ রাজনীতিবিদ ফজলুল কাদের, মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা আবুতাহের মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, তিনি গতকাল বিকাল চারটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
গত রাত ৯ টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বহদ্দারবাড়ি জামে মসজিদে। এতে বিশিষ্ঠ কলামিস্ট ও গবেষক আলহাজ্ব আহমদুল ইসলাম চৌধুরী, আই এম এস গ্রুপের চেয়ারম্যান এম এ বশর আবু, বিশিষ্ট সমাজসেবী হাফেজ আমানুল্লাহ প্রমুখ।
মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।