বাঁশখালী সমিতি চট্টগ্রামের অন্যতম প্রতিষ্ঠাতা, স্বর্ণপদকপ্রাপ্ত সমাজসেবী মরহুম সিরাজুল কবিরের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জেয়ারত করেছেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
সম্প্রতি মরহুমের নিজবাড়ি চেচুরিয়ার কুলীনপাড়াস্থ উত্তর জামে মসজিদের পাশে সমাহিত কবরে সমিতির সিনিয়র সহ সভাপতি মোসলেহ উদ্দিন মনসুরের নেতৃত্ব শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির কর্মকর্তা লায়ন শেখর দত্ত, লায়ন এম আইয়ুব, লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল এমজেএফ, নাফিজ মিনহাজ, আবু ওবাইদা আরাফাত, ডা. স্বপন দে, ডা. আসিফুল হক, মিশকাত উদ্দীন, মিজান বিন তাহের এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
এরপর সমিতির নেতৃবৃন্দ সিরাজুল কবিরের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর এবং কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, মরহুম সিরাজুল কবির ছিলেন সমাজসেবা ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠার এক পুরোধা ব্যক্তিত্ব। সমগ্র চট্টগ্রামে সংগঠক হিসেবে তিনি ছিলেন অনুকরণীয় দৃষ্টান্ত। বাঁশখালী সমিতি চট্টগ্রাম প্রতিষ্ঠা ও সরকারী রেজিস্ট্রেশন প্রাপ্তিতে তাঁর ভূমিকা অবিস্মরণীয়।
উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের মহতী কর্মকাণ্ড সমূহ স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি