সব ধর্ম মানবতার কথা বলে: বাঁশখালীতে প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার

মুহাম্মদ মিজন বিন তাহের, বাঁঁশখালী টাইমস: বাংলাদেশকে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, এ দেশকে ধর্মান্ধ বানানো যাবে না। তিনি বলেন, আমাদের দেশ স্বতন্ত্র সাংস্কৃতিক ঐহিহ্যের ধারক। আমরা স্বতন্ত্র ও ধর্মনিরপেক্ষ জাতি। বাংলাদেশকে জোর করে ধর্মান্ধ বানানো যাবে না।

তিনি চট্টগ্রামের বাঁঁশখালী উপজেলার ঋষি অদ্বৈতানন্দ পুরী মহারাজের নতুন “শ্রী বিগ্রহ” সহ নব নির্মিত শ্রী শ্রী গুরু মন্দিরের শুভ উদ্বোধন ও উৎসর্গ উৎসব এবং ৫৩ তম তিরোধন দিবস উপলক্ষে মহতী ধর্মসভা, চন্ডীযজ্ঞ, অন্নকূট,চিকিৎসা সেবা,সাধু ভান্ডার, দীক্ষানুষ্ঠান, পঞ্চাহ শান্তিস্বস্ত্যয়ন ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভ উদ্বোধন আজ বুধবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টায় শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

ড. বীরেন শিকদার আরও বলেন, যারা দেশকে ধর্মান্ধ বানানোর চিন্তা করে, তারা ব্যর্থ হবে। শুধু পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও পরমতসহিষ্ণু হয়ে ঐক্যবদ্ধ শান্তি স্থাপনের জন্য কাজ করতে হবে।

আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আজকের বাংলাদেশে সবাই
নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে।
মন্ত্রী আরও বলেন, সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালন এ ব্রতকে ধারণ করেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি মানুষে মানুষে ভেদাভেদ ভুলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার যে আদর্শ দিয়ে গেছেন, তা অনুসরণ করা গেলে হানাহানিমুক্ত ও নিরাপদ বাসযোগ্য শান্তিময় পৃথিবী গড়া সম্ভব।, সকল ধর্ম মানবতার কথা বলে। ধর্মের আদর্শ ও নীতি অনুসরণ করে চললে সমাজে অশান্তি সৃষ্টি হয় না। মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়।

প্রাথমিক স্বাস্থ্য সেবা আওয়ামীগ সরকার মানুষের দুয়ারে দুয়ারে পৌছে দিয়েছে।আর কোন সরকার দিতে পারে নি।এবং সকল ক্ষেত্রে সরকার দেশকে বিশ্বের ধরবারে উন্নত রাষ্ট হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।বাংলাদেশ এখন কোন গরীব দেশ না, বাংলাদেশ এখন জাতি সংঘ ঘোষিত উন্নত রাষ্ট হিসেবে পরিচিত।তাই
আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ কে এগিয়ে নেওয়ার আহবান জানান।

তিনি অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে বলে আশা বক্ত করেন।

বাঁঁশখালী কোকদন্ডী ঋষিধাম ও তুলসীধাম এর মোহান্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনান্দ পুরী মহারাজের উদ্বোধনের মধ্যে দিয়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, স্থানীয় সাংসদ অর্থ ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
উক্ত অনুষ্ঠানে পৌরহিত্যে হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ঋষি ও মিশনের বাঁঁশখালীর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিবেকান্দ পুরী মহারাজ,যুব ও ক্রীড়া মন্ত্রীর একান্ত সচিব শ্রীযুক্ত বাবু অরুণ কুমার মন্ডল,মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বাবু গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, প্রাক্তন উপ-সচিব বাবু বাবুল মজুমদার, সহকারী পুলিশ সুপার আনোয়ারা বাঁঁশখালী (সার্কেল) মফিজুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা,থানা অফিসার ইনচার্জ ওসি সালাউদ্দীন হীরা,সহকারী কমিশনার ভূমি আরিফুল হক মৃদুল, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি বিশিষ্ট সমাজসেবক বাবু প্রবীর কুমার দাশ,বাঁঁশখালী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি বাবু শ্যামল কান্তি দাশ,বাঁশখালী থানা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, কালীপুর ইউপি চেয়ারম্যান এড.আ.ন.ম শাহাদত আলম,প্রকৌশলী ও সমাজসেবক বিধান চন্দ্র ধর,রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারন সম্পাদক বাবু বিশ্বজিত কর,বিশিষ্ট সমাজসেবক বাবু হারাধন ধর,পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নীল কন্ঠ দাশ,বাঁঁশখালী পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ, সাধারন সম্পাদক রাকেশ দাশ সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *