তৌহিদুল আলম, বাঁশখালী টাইমস: পৃথিবীর সব ধর্মের মূল বক্তব্য হলো মানবসেবা। ধর্মে ধর্মে হানাহানি ও বিদ্বেষ কোন ধর্মই সমর্থন করেনা। স্বামী বিবেকানন্দ বলেছেন- “তুমি যদি হিন্দু হও, ভালো হিন্দু হও, তাহলে ভালো মানুষ হতে পারবে। তুমি যদি মুসলিম হও, ভালো মুসলিম হও তাহলে ভালো মানুষ হতে পারবে। তুমি যদি বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হও, ভালো বৌদ্ধ কিংবা ভালো খ্রিষ্টান হও তাহলে ভালো মানুষ হতে পারবে।”
বাঁশখালী পৌরসভার পূজামন্ডপ পরিদর্শনকালে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন দক্ষিণজেলা আওয়ামীলীগের অর্থসম্পাদক ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সিআইপি।
এতে আরও উপস্থিত ছিলেন স্মার্ট গ্রুপের পরিচালক আজিজুর রহমান, প্রদীপ বাবু, এডভোকেট দিলীপ, বিশ্বজিৎ কর, সাংবাদিক রাহুল দাশসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে বাঁশখালীর ৮২ পূজামণ্ডপে অনুদান বিতরণ করা হয়।
Right