BanshkhaliTimes

সবুজায়নে ‘নান্দনিক চট্টগ্রাম মেয়র এ্যাওয়ার্ড’ পেল বইবন্ধু

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: চট্টগ্রামে এই প্রথমবার আয়োজিত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সৌজন্যে ‘নান্দনিক চট্টগ্রাম মেয়র এওয়ার্ডস ২০২২’। এতে সংগঠন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়েছে ‘বইবন্ধু চট্টগ্রাম’ কে।

হাজার বছরের ঐতিহ্য সম্বলিত চট্টগ্রামের প্রাণকেন্দ্র সিটি কর্পোরেশন সবুজায়নের জন্য ইতিমধ্যেই সবার নজরে এসেছে।
নগরে অবস্থিত লোকজন, নগরপতিসহ, বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে নগর পরিকল্পনায় পরিবর্তন এনেছে। সবাই চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্য ফেরাতে কাজ করে চলেছে।

প্রথম বারের মতো চট্টগ্রামে সবুজ বিপ্লবের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহায়তায় নান্দনিক চট্টগ্রাম মেয়র এওয়ার্ডস ২০২২ পদকে ভূষিত হয়েছে বইবন্ধু।

বইবন্ধু চট্টগ্রামে বিগত ডিসেম্বর মাসের মাঝামাঝি হতে জানুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত ‘Seed For Plastic’ শিরোনামে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছ এবং বীজ প্রদানের এক যুগান্তকারী পদক্ষেপ শুরু করে। এই কার্যক্রমে একমাসব্যাপী বস্তাসমেত প্লাস্টিকের বিনিময়ে পথচারীদের মাঝে তারা বিতরণ করেছে বীজ এবং চারাগাছ।

সবুজায়ন রক্ষার্থে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার কারণে ‘নান্দনিক চট্টগ্রাম মেয়র এ্যাওয়ার্ড- ২০২২’ এর সংগঠন ক্যাটাগরিতে বইবন্ধু চট্টগ্রামকে পুরস্কৃত করা হয়।
তিলোত্তমা চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সিটি কর্পোরেশনের সহায়তায় এই অনুষ্ঠানে চট্টগ্রামের নগরপতি মেয়র রেজাউল করিম চৌধুরীসহ আরো গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *