বাঙালির ঐতিহ্য, পারস্পারিক সহমর্মিতা, সহাবস্থান, ভ্রাতৃত্বের বন্ধন ও সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এ দেশ এগিয়ে যাচ্ছে। বৈলছড়ি চেচুরিয়া আনন্দময়ী কালীমন্দিরে দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এ অঙ্গিকারে সম্প্রতি এক মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. মেজবাহ উল হক। আনন্দময়ী কালীমন্দির উন্নয়ন কমিটির সভাপতি দ্বীনবন্ধু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা মো. আবু ছৈয়দ, শিক্ষাবিদ গোলামুর রহমান, ডা. রশিদ আহমদ, সাবেক ছাত্রনেতা মো. আতিক, ব্যবসায়ী অজিত দাশ, ফারুক আল্ আজাদ, মো করিম প্রমুখ। সংগঠক বিধান ভট্টাচার্য্যের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রীদিপ ভট্টাচার্য্য, অচ্যুতানন্দ সিকদার, ভাস্কর দে, দিলীপ ভট্টাচার্য্য, নান্টু কুমার দাশ, দিলীপ তালুকদার, সুজন চৌধুরী, বিকাশ দত্ত, অচিন্ত্য সিকদার, বিকাশ দাশ, দীপংকর দাশ, নুপুর দে, সুমন দাশ, হিরু ভট্টাচার্য্য প্রমুখ।