শাহাব উদ্দিন তালুকদার: সকাল থেকেই জমে উঠেছে বড়ঘোনার সকাল বাজার। গরু-ছাগলের ভিড় বাড়তে শুরু করেছে সেই ভোর থেকেই। পাশাপাশি ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় দালালদের ভিড়ও দেখার মতো।
কথা বলে জানা গেছে, সকাল বাজারে ভালো গরু পাওয়া যায়, তুলনামূলক ‘হাসিল’ও কম!
সকাল বাজার মূল প্রতিদিনই বসে। বিকালের চেয়ে লোক সমাগম সকালেই হয় বেশি। আজ থেকে ঈদের আগের দিন শুক্রবার পর্যন্ত সকাল বাজারে প্রতিদিনই বসবে গরু-ছাগলের হাট।
এছাড়াও গরু-ছাগলের হাট বসে মৌলভি বাজারে। চাম্বলের বারিহাটে প্রতি সোম ও শুক্রবারে বসে গরুর হাট। বাঁশখালীর দক্ষিণের অধিকাংশ লোকজনের কোরবানির প্রয়োজন মেটায় এই বারিহাট।
এদিকে টাইমবাজারেও বসে গরু-ছাগলের হাট। জলদী, শীলকূপের লোকজন মূলত টাইমবাজার থেকেই তাদের পছন্দের কোরবানি পশু কিনে নেন।
সব মিলিয়ে জমে উঠেছে বাঁশখালীর সব পশুর হাট।