BanshkhaliTimes

সংস্কৃতিচর্চা সমাজকে পরিশুদ্ধ করে: বাঁশখালীতে জেলা প্রশাসক

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম: তরুণদের বিপথগামীতা থেকে দূরে রাখতে সংস্কৃতি চর্চা ও খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। তিনি আজ দুপুরে বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিভা অন্বেষণে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন- ‘সংস্কৃতি মানুষের মেধা, মন-মানসিকতাকে বদলে দেয়। সংস্কৃতিচর্চা সমাজকে পরিশুদ্ধ করে। সাংস্কৃতিক কর্মীরা কখনো বিপথগামী হতে পারে না। সংস্কৃতি ও খেলাধুলার সঠিক চর্চার অভাবে আজ সামাজিক অবক্ষয় ঘটছে। ছেলে মেয়েদের হাতে আমরা আজ ইন্টারনেটসহ স্মার্টফোন তুলে দিয়েছি। ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, খেলাধুলার নাম দিয়ে মাদক সেবন করছে কিনা তা অভিভাবকদের খেয়াল রাখতে হবে। যাতে তারা বিপথগামী হতে না পারে।’

উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি মোমেনা আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুর রহমান মজুমদার, চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চেয়ারম্যান কফিল উদ্দিন, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, চেয়ারম্যান মো: আসহাব উদ্দিন, চেয়ারম্যান মো: শাহ জাহান চৌধুরীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও শিল্পকলা একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বাঁশখালী শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বাঁশখালী শিল্পকলা একাডেমির প্রকাশনা ‘প্রদীপ্ত’ এর মোড়ক উন্মোচন করেন। পরে তিনি উপজেলা পরিষদের আরো কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *