BanshkhaliTimes

সংসদ নির্বাচনে অংশ নিতে বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যক্ষ জহিরুল ইসলাম। আজ দুপুরে তিনি চট্টগ্রাম জেলাপ্রশাসক কার্যালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করবেন ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে অংশ নিতে তিনি এই পদত্যাগ করেছেন বলে বাঁশখালী টাইমস প্রতিনিধিকে জানিয়েছেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা স্বপদে থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। প্রার্থী হতে হলে তাদের ওই পদ থেকে পদত্যাগ করতে হবে।

গত শনিবার নির্বাচন কমিশনের সভায় বিষয়টির আইনি পর্যালোচনায় এ সিদ্ধান্ত হয়েছে বলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন।

ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, আদালতের পর্যবেক্ষণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদকে ‘লাভজনক’ বলা হয়েছে। সেক্ষেত্রে ওই পদে বহাল থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। একইসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিষয়েও একই ধরনের নির্দেশনা থাকবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *