BanshkhaliTimes

সংলাপে জাতীয় পার্টির প্রতিনিধিদলে থাকছেন মাহমুদুল ইসলাম চৌধুরীও

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সোমবার সংলাপে বসবে জাতীয় পার্টি।

সংলাপে আগামী জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা।

নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক ইস্যুতে বিভিন্ন দাবি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এবার জাতীয় পার্টির সঙ্গে সংলাপ। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবেন। সংলাপের এজেন্ডাও ঠিক করে রেখেছে জাতীয় পার্টি।

জানা গেছে, সংলাপে জাতীয় পার্টির প্রতিনিধিদলে থাকছেন বাঁশখালী-১৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীও।

সংলাপের সফলতা নিয়ে আশাবাদী জাতীয় পার্টি। সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *