BanshkhaliTimes

ষষ্ঠ বারের মত সিআইপি নির্বাচিত হলেন মুজিবুর রহমান

দেশের রপ্তানি-বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে মনোনীত করা হয়েছে দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমানকে। ওভেন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ষষ্ঠবারের মত সিআইপি নির্বাচিত হয়েছেন স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান।

গত মাসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনের আলোকে আজ জাতীয় দৈনিকে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাধারণ উদ্যোক্তাদের মধ্য থেকে ১৩৭ জন এবং এফবিসিসিআইয়ের ৪১ জন পরিচালকসহ মোট ১৭৮ জন ব্যক্তিকে সিআইপি নির্বাচিত করা হয়েছে।

এমন অর্জনে মুজিবুর রহমান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং সকলের দোয়া কামনা করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *