পৌরসভা প্রতিনিধি: বাঁশখালীতে জাতীয় মৎসসপ্তাহে শ্রেষ্ঠ মৎসকর্মী হিসেবে পুরস্কৃত হন কুতুব উদ্দীন।
জাতীয় মৎস্যসপ্তাহ – ২০১৭ শুভ উদ্ভোধন, অালোচনা সভা র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য মাঠ পর্যায়ে কর্মীদের বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন অালহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি।
এসময় উপজেলা চেয়ারম্যান, ইউএওসহ আরো অনেক কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।