নিজস্ব প্রদায়কঃ বাঁশখালী ( Banshkhali ) উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন রাতা খোর্দ্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কে এম সালাহউদ্দীন কামাল।
গতকাল ১৩ নভেম্বর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বাঁশখালী ( Banshkhali ) মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী ( Banshkhali ) উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী।
উল্লেখ্য, কে এম সালাহউদ্দীন কামাল প্রয়াত মুক্তিযোদ্ধা খন্দকার ছমি উদ্দীনের জৈষ্ঠ্য সন্তান। তিনি বর্তমানে বানীগ্রাম ( Banigram ) সাধনপুর ( Sadhonpur ) উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও রোটার্যাক্ট ক্লাব, স্বপ্নীল উত্তর বাঁশখালীসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ডে ওতপ্রোতভাবে জড়িত থেকে যথেষ্ট সুনাম অর্জন করেছেন।