ভালোবাসার জল
শোয়াইব শাহরিয়ার
হৃদয় ছাড়া ছুঁয়ে দাও আপাদমস্তক; হৃদয় ছুঁতে গেলে—
আগুনমাখা অবহেলারা গোগ্রাসে গিলবে তোমায়।
…আগুনে পুড়তে চাও?
বাড়িয়ে দাও উড়নচণ্ডী দুটি হাত, স্পর্শ করো তন্দ্রালু শরীর;
তোমার স্পর্শে গলতে থাকবে সফেদ হিমালয়।
শহরে নেমে আসবে বেরসিক বন্যা!
বানের জলে হাবুডুবু খেতে খেতে অবশেষে পৌঁছে যাবো—
তোমার বুকে প্রবাহিত নদীতে।
আমার আজন্ম অভিলাষ—
ভালোবাসার জলে নিঃশ্বাস নিতে নিতে যেন মৃত্যু হয়।