শোয়াইব শাহরিয়ারের কবিতা || ভালোবাসার জল

BanshkhaliTimes

ভালোবাসার জল
শোয়াইব শাহরিয়ার

হৃদয় ছাড়া ছুঁয়ে দাও আপাদমস্তক; হৃদয় ছুঁতে গেলে—
আগুনমাখা অবহেলারা গোগ্রাসে গিলবে তোমায়।
…আগুনে পুড়তে চাও?
বাড়িয়ে দাও উড়নচণ্ডী দুটি হাত, স্পর্শ করো তন্দ্রালু শরীর;
তোমার স্পর্শে গলতে থাকবে সফেদ হিমালয়।
শহরে নেমে আসবে বেরসিক বন্যা!
বানের জলে হাবুডুবু খেতে খেতে অবশেষে পৌঁছে যাবো—
তোমার বুকে প্রবাহিত নদীতে।

আমার আজন্ম অভিলাষ—
ভালোবাসার জলে নিঃশ্বাস নিতে নিতে যেন মৃত্যু হয়।

Save

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *