বাঁশখালী
-শোয়াইব শাহরিয়ার
অশ্রুতে ভিজে গেছে গ্রামের কাদামাখা পথ
এখানে সবুজ অবুঝ বুকে খেলছে মেঘের খেলা
এখানে ইট-পাথর লাশের পাশে শ্রদ্ধায় কাতর!
মাঠে প্রকাণ্ড প্রেমের নির্বাচনী পথসভা
জয়-পরাজয়ের চাইতে বেশি
শরীরী খেলা;
এখানে সাধুরাও অসাধু; হেলায় পড়ে থাকে সুন্দর
বঙ্গোপসাগরের জলে স্মৃতির আদালত হানছে আঘাত
ঝাউগাছ
অবিরাম খেলছে খেলা শিশুর মতো
হাওয়ায় চঞ্চল শৈশব প্রেমের অতল রাজ্য!
প্রথম প্রেম অবিনাশী ঝড় তুলে যাচ্ছে অবিরাম
নদীর স্রোতে ভেসে বেড়াচ্ছে প্রেমিকার শপথ
প্রিয় বাঁশখালী, প্রিয় প্রেমিকা আমার; আমি সেই—
শপথের কোলাহল নিয়ে মৃত্যুকে দিচ্ছি জীবনের সব।