সবুজপত্র
শোয়াইব শাহরিয়ার
থেমে থাকা পথে থরথর কাঁপছে সবুজ শহর
নখের আঁচড়ে বুক থেকে নিঃসৃত রক্তজবা
অলিগলি বেয়ে নামছে ক্রমশ উজ্জ্বলিত জল
সেই জলে মুছে যাচ্ছে সদ্য উজ্জীবিত মেঘ।
হাজার বছরের স্মৃতি এসে দাঁড়ায় সামনে
ক্রমশ রক্তজবার মতো সেও লাল হতে থাকে;
এত লাল যে, নির্দ্বিধায় বুক ফুলিয়ে বলতে পারি—
আগন্তুক, বাড়াতে পারো ভালোবাসামাখা হাত
দু’চোখ জুড়ে দেখবে শুধু ধাঁধানো সবুজ!
স্বর্গের নহরে ভেসে যেতে পারো আপাদমস্তক!
ঢেউখেলানো সবুজভূমে পূরণ হবে সৌন্দর্য তৃষ্ণা
বিনিময়ে কিছুই চাইনা; শুধু চাই—
বিজয়ের দিনে শ্রদ্ধাভরে মাথানিচু করবে
আর ভালোবাসায় সিক্ত করবে শহিদদের স্মৃতি
আগন্তুক, পারবে? তুমি পারবে হৃদয় উজাড় করে ভালোবাসা দিতে?