উপাসনালয়
শোয়াইব শাহরিয়ার
আওয়াজ শোনা যায় দূর থেকে; চিকন কণ্ঠের, ঝাঁঝালো হাওয়া!
এখনো ভোর হয়নি
পাখির কিচিরমিচির
পাশেই একটি নদী
স্রোতের ডানায় একটি মসজিদ
আহবান করা হচ্ছে—
এসো, আমার কাছে নত হও।
আমি দেহে সমুদ্র রেখে স্রোতের পিঠে চড়ে মসজিদে যাই,
তারপর—
ভেতরে ঢুকি। ঢেউ খেলতে শুরু করে নদীর স্রোতে।
আহ্লাদে মেতে ওঠে উপাসনালয়।
আর এই ভাবে—
আমি জান্নাতের বাহাত্তর রমণীকে তুচ্ছ করে—
মসজিদে পড়ে রইলাম।
সত্যি, পৃথিবীর বুকে আমার মতো স্বর্গবিমুখ প্রেমিক আরেকটাও নেই।