শেখেরখীল প্রতিনিধি : আজ শেখেরখীল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক র্যালী অনুষ্ঠিত হয়। ”শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব”এই স্লোগানটি সামনে রেখে জাতীয় প্রাথমিক সপ্তাহ ২০১৭ উপলক্ষে আজ উত্তর শেখেরখীল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। এতে ছাত্র-ছাত্রীরা আগ্রহ নিয়ে অংশ নিয়ে র্যালীর সৌন্দর্য বাড়িয়ে তোলে।