বাঁশখালীর শেখেরখীল, ছনুয়াসহ বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ চলছে। শেখেরখীল-ছনুয়ার আলহাজ শরীফা খানম সড়ক, ৩ নং ওয়ার্ডের ডিসি রোডের সম্প্রতি উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, অরবিট ক্রেডিট স্কুল ও শরীফা আর্ট স্কুলের কর্ণধার, সমাজসেবক লায়ন আমিরুল হক এমরুল কায়েস।ড়ড়
সড়কের ব্রিক সলিংসহ নির্মাণকাজ শেষে গতকাল তিনি এই সড়কের উদ্বোধন করেন। এর আগেও তিনি বাঁশখালীর বিভিন্ন সড়ক নির্মাণে সহায়তা করেন। এব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম তাকে যথেষ্ট সহায়তা করেন। লায়ন আমিরুল হক বাঁশখালী টাইমসকে জানান, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম আমার ব্যাপারে খুবই আন্তরিক। শুধু ছনুয়া-শেখেরখীল নয়, পুরো বাঁশখালীতে আমি বহু সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি।
লায়ন আমিরুল হক কোনোরকম মেম্বার-চেয়ারম্যান না-হয়েও এধরনের উন্নয়ন কাজে এগিয়ে আসাতে এলাকাবাসী তার ওপর সন্তুষ্ট। তিনি জানান, ইচ্ছা ও সামর্থ্য থাকলে প্রশাসনিক পদ ছাড়াও সমাজের, এলাকার উন্নয়ন করা সম্ভব।