তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): বাঁশখালীর শেখেরখীলে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন দৈনিক পূর্বদেশ সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলহাজ মুজিবুর রহমান সিআইপি। তিনি আজ শেখেরখীল মহাশ্মশানে শ্যামাপূজা উপলক্ষে আয়োজিত ধর্মসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিআইপি মুজিব বলেন, “আমার পরিবার বাঁশখালীকে নিরক্ষর ও দারিদ্রমুক্ত করতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি বাঁশখালীর অবহেলিত দক্ষিণ জনপদের শেখেরখীলে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি।”
মুজিবুর রহমান সিআইপির এমন ঘোষণায় এলাকার মানুষের মনে বিরাজ করছে খুশি। তাঁরা মুজিবুর রহমান সিআইপির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মুজিবুর রহমান সিআইপির পরিবারের উদ্যোগে গঠিত মাস্টার নজির আহমদ ট্রাস্টের মাধ্যমে তাঁর পরিবার বাঁশখালীতে কলেজ, মাদরাসা, স্কুলসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে এবং পরিচালনা করছে।