তাফহীমুল ইসলাম, বাঁশখালী-
বাঁশখালীর শেখেরখীলে অসহায় শীতার্তদের মাঝে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হক চৌধুরী আলালের ব্যক্তিগত পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শেখেরখীল ইউনিয়ন পরিষদে স্থানীয় ৪০০ জন অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়। এসময় শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন তালুকদার, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়কারী আশেক এলাহী সোহেল, শেখেরখীল ইউনিয়ন পরিষদের সচিব আনসার উল্লাহ, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক, মিজানুর রহমান সিকদারসহ স্থানীয় ইউপি মেম্বাররা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়কারী আশেক এলাহী সোহেল বলেন, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হক আলাল সাহেবের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা পুরো বাঁশখালীতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে আমাদের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ আমরা শেখেরখীলে ৪০০ জনকে শীতবস্ত্র দিয়েছি। পর্যায়ক্রমে সব ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরণ করা হবে।’