বাঁশখালী টাইমস:বাঁশখালীর ( Banshkhali ) ঐতিহ্যবাহী প্রায় দু’শতবর্ষী প্রাচীন শেখেরখীল তজুবাপের মসজিদের পুনর্নির্মাণ কাজে মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপির পক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপির পক্ষে চেক বিতরণ করেন মৌলভী জাকের হোসেন এবং মোহাম্মদ নুরুচ্ছবি। চেক গ্রহণ করেন মসজিদ কমিটির সভাপতি নুরুল আলম এবং মসজিদ কমিটির সদস্যবৃন্দ। এতে উপস্থিত ছিলেন শেখেরখীলের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মৌলভী জাকের হোসেন বলেন- মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি বাঁশখালীর ( Banshkhali ) সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।