শেখেরখীল প্রতিনিধি : অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ শেখেরখীল মহব্বত পাড়ার ২০-২৬টি পরিবারের পাশে এসে দাঁড়ালেন চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী। গতকাল তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টাকা ও টিন বিতরণ করেন।
উল্লেখ্য, গত ১৯-২-২০১৭ইং শেখেরখীল মহব্বত পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৬টি পরিবারের বাড়িঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়, পুড়ে যাওয়ার পর দিন সেই ক্ষতিগ্রস্থ পরিবারের নিকট ছুটে যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। ঘর পুড়ে যাওয়া প্রত্যেক পরিবারের নিকট তৎক্ষনাৎ নগদ ছয় হাজার টাকা এবং দুই বান করে টিন তাদের নিকট তুলে দেন।