কিছু সৌরভের জন্য
শেখর দেব
ঘুমের কথা বলে একটি বিশুদ্ধ রাত চেয়ে নেবো তোমার কাছে। রাতের কথা বলে চেয়ে নেবো কিছু অদ্ভুত ইচ্ছে। ইচ্ছের কথা বলে ছড়িয়ে দেবো কামনার রঙ। সেই রঙে লাল হয়ে তোমাতেই হবো বিলীন।
এতো কিছু ভাবার পর দেখবে রাতের বদলে তোমার কাছে একটি ফুল চেয়ে বসবো। মনে মনে চাইবো তুমি ফুলের বদলে দাও কিছু সৌরভ। সত্যি আমি কিছু সৌরভ চাইবো নিবিড় অথচ বন্য।