সাকিব আল হাসান ৩১ বছরে পা দিলেন। আজ তার জন্মদিন। শুভ জন্মদিন বাংলাদেশের সুপারস্টার।
বাঁঁশখালী টাইমসের পক্ষ থেকে অগণন শুভেচ্ছা।
মুদ্রার যেমন দুপিঠ থাকে ঠিক তেমনি সাকিব নিজ জীবনেও পেয়েছেন দুই ধরণের অভিজ্ঞতা। মানুষের ভালোবাসা তাকে নিয়ে গেছে উন্নতির চরম শেখরে। আবার তাকে ঘিরে তর্ক-বিতর্ক, রোগ-ক্ষোভেরও কমতি নেই।
তবে একটি বিন্দুতে সাকিব সবাইকে এক করেছেন। তা হলো, বাংলাদেশের ব্রান্ড নেইম আন্তর্জাতিক অঙ্গনে তৈরি করেছেন এবং তা প্রতিষ্ঠিত করেছেন। যেখানেই গিয়েছেন সেখানেই পেয়েছেন সাফল্য। তার তার সাফল্যের হাত ধরে বাংলাদেশ পেয়েছে বড় সম্মান। শুধু যে ক্রিকেট তাও নয় সাকিব পুরো বাংলাদেশকে দিয়েছেন সম্মান, গৌরব।