আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম হুইলস ক্লাবের উদ্যোগে ট্রাফিক সচেতনতামূলক মোটর র্যালি ক্যাম্পেইন গতকাল ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. এ এইচ এম জিয়াউদ্দিন আহমেদ, উদ্বোধক ছিলেন নগর ও নাগরিক সভাপতি লায়ন এম আইয়ুব, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক দিদারুল ইসলাম।
প্রধান অতিথি এ্যাড: এ এইচ এম জিয়াউদ্দিন আহমেদ বলেন সড়কে শৃঙ্খলা বজায় রাখতে একযোগে সবাইকে সচেতন হতে হবে৷ চালক, পথচারী, যাত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ সচেতনতা ও তদারকির মাধ্যমে নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব।
অনুষ্ঠানের উদ্বোধক লায়ন এম আইয়ুব বলেন- শুদ্ধভাবে বাংলাভাষায় কথা বলতে পারাটা অনেক গৌরবের, আমাদের সবাইকে ভিনদেশী ভাষা পরিহার করতে হবে। তাহলেই ভাষা শহীদের আত্মা শান্তি পাবে।
তিনি আরো বলেন তরুণরা মোটরসাইকেল চালালে উশৃংখল মনে করে, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে জানান দিতে হবে তোমরা সড়কের শৃঙ্খলা ভঙ্গ করো না।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- এডমিন মোস্তফা মারুফ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক- ইস্তিয়াক আহমেদ জিদান, প্রতিষ্ঠাতা- আয়াজ মাহমুদ মাহিদ, ইফাজ, ইমন, রিয়াদ, রাব্বি, মিনহাজ, গালিব, সাকিব, ওমর, নয়ন, আসিফ, আরাফ, সাদমান, সাবিত, আলভি, ইরাজ, সাকিব, তুষার, মিরাজ, আদনান, ইমতিয়াজ প্রমুখ।
শতাধিক মোটরবাইক নিয়ে র্যালিটি নগরীর কোরবানিগঞ্জ থেকে শুরু হয়ে সিআরবিতে গিয়ে শেষ হয়।
প্রেস বিজ্ঞপ্তি