BanshkhaliTimes

শুক্রবার থেকে বাউবির এসএসসি পরীক্ষা শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুক্রবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে।

এ পরীক্ষা শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। ৩০ মার্চ, শনিবার বিকেলে এ পরীক্ষা শেষ হবে।

এ পরীক্ষায় মোট ৯৩ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৫৮ হাজার ১০৯ জন ছাত্র ও ৩৫ হাজার ৬৯০ জন ছাত্রী।

দেশের ৩৩০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল ব্যবস্থা নিয়েছে।

পিজিডিএমইউ প্রোগ্রামের ১৮২ টার্ম পরীক্ষা শুরু শুক্রবার
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিক্যাল আলট্রাসাউন্ড (পিজিডিএমইউ) প্রোগ্রামের ১৮২ টার্মের প্রথম সেমিস্টার পরীক্ষা শুক্রবার (২২ ফেব্রুয়ারি) শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৮ মার্চ শুক্রবার।

বুধবার বাউবি এ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

BanshkhaliTimes
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *