BanshkhaliTimes

শুক্রবার উদ্বোধন হতে যাচ্ছে বাঁশখালীর প্রথম ‘১- ৯৯’ মার্কেট

বাঁশখালী টাইমস: বাঁশখালীর প্রান্তিক মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনা করে সাধ্যের মধ্যে সাধের বাজার উপহার দিতে চালু হতে যাচ্ছে ‘১ টু ৯৯’ এক্সক্লুসিভ মার্কেট।

বাঁশখালীতে প্রথমবারের মত এ ধরণের শপিং মল চালু হতে যাচ্ছে। উপজেলার অন্যতম প্রাণকেন্দ্র রামদাশহাটস্থ মা ও শিশু হাসপাতালের সামনে আশ্রম গেইটের পাশে গড়ে উঠেছে হরেক রকম পণ্যের বিশাল সমাহার।

এতে রয়েছে ষ্টেশনারী, কসমেটিকস, জুয়েলারি, বাচ্চাদের খেলনা, গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র,গিফট আইটেমসহ নিত্যনতুন বাহারী পন্যের বিশাল আয়োজন।

এ শপিং মলের মাধ্যমে ক্রেতারা ১ টাকা হতে সর্বোচ্চ ৯৯ টাকার মধ্যেই তাদের পছন্দের কেনাকাটার সুযোগ পাবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *