ক বি তা
মুগ্ধতার চুড়ান্ত বয়ান
তান্নি চৌধুরী
প্রাচীন স্থাপত্যের মতোই সুন্দর
হয়ে উঠেছো তুমি।
আমি মুখস্থ করছি তোমার চুল ও কপোলের শৈল্পিক গড়ন।
নাকের ডগায় ঘাম জমলেই ওরা ক্লান্তি বলে।
আমি দেখি আদুরে নদীতে উদ্দাম ঢেউ, টগবগে ভোর।
গভীর হতে গভীরতর হয়েছে তোমার চোখ।
আমি অভিধান খুলে বের করি সৌন্দর্যের সমার্থক শব্দাবলী।
একজোড়া ঠোঁটের বর্ণনা মুখস্থ করতে গিয়ে
আমি জ্যামিতি বই দেখেছি অনেকবার।
ডুবে গেছি নিখুঁত অঙ্কন ও মুগ্ধতার তলদেশে।
পলাশ-শিমুলের মতোই মোহনীয় উঠেছো তুমি।
আমি বয়ে বেড়াচ্ছি ঘোরলাগা ঘ্রাণ।
করপুটে জোছনা নিয়ে এঁকে চলেছি নক্ষত্রের বাসর।
###
শরতের আকাশে বরষার মেঘ
অভিলাষ মাহমুদ
শরতের আকাশে আজ বরষার মেঘের উড়োউড়ি
হৃদয়নদীর মাঝে জেগেছে চোরাবালির চর
দূরে কে বাজায় বিষাদ সুরে বাঁশের বাঁশি!
মেঘের সাথে মেঘের ঘর্ষণে সৃষ্টি হয় ভয়ংকর আওয়াজ!
আমি খুঁজি নিরাপদ আশ্রয়।
ফরসা আকাশে মুহূর্তেই জমে যায়
ভয়ের কালো মেঘ
বুঝি না কী আলামত!
রোদ লুকোয় মেঘের আড়ালে-
মনোসমুদ্রে বিপদ সংকেত বাড়ে কমে.. কমে ও বাড়ে !
###
কবি ইয়াছিন আবু হাসানের কবিতা
নীরব প্রতিশোধ
আমার ভাবনাগুলো এলোমেলো ছিল
আমার কষ্ট গুলো ভীষণ কষ্ট দিল
আমার স্বপ্ন গুলো অগোছালো ছিল
আমার হতাশা গুলো খোঁচা দিল
আমার আশা গুলো পাখা গুটালো
আমার সুখ পাখিটা উড়ে গেল
আমার হৃদয় স্তব্ধ হয়ে গেল
শুধুই তুমি কাছে ছিলে না বলে…