বাঁশখালী ‘শীলকূপ ঐক্য সংসদ’ এর ২০২১-২০২৩ কার্যকরী (আংশিক) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (২৩ মে) সকাল ১০টায় বাঁশখালী টাইম বাজারস্থ সংসদের অস্থায়ী কার্যালয়ে সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আবছার উদ্দিন হাসানের সভাপতিত্বে এবং সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এক জরুরী সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে মোহাম্মদ ইদ্রিছকে সভপতি ও এ.কে.আর তালেবকে সাধারণ সম্পাদক করে ০৫ সদস্য বিশিষ্ট ২০২১-২০২৩ (আংশিক) কমিটি অনুমোদন দেয়া হয়।
প্রতিষ্ঠাতা সভাপতি আবছার উদ্দিন হাসান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম তৌহিদুল ইসলামের যৌথ স্বাক্ষরে শীলকূপ ঐক্য সংসদের ২০২১-২০২৩ কার্যকরী (আংশিক) এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মিনহাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এরশাদুল আলম।
উল্লেখ্য, কার্যনিবাহী কমিটিকে ১ (এক) মাসের মধ্যে পুণাঙ্গ কমিটি গঠন করার নিমিত্তে ২৩ মে ২০২১ইং থেকে ২৩ মে ২০২৩ ইং পর্যন্ত অর্থাৎ ২ (দুই ) বছরের জন্য অনুমোদন করা হয়।
(প্রেস বিজ্ঞপ্তি)