
বাঁশখালীর শীলকুপ ইউনিয়নস্থ ০৮ নং ওয়ার্ড পূর্ব-মনকিচর মহাব্বত আলী পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। সংঘটিত এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৭ পরিবারের মাঝে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে পরিবার প্রতি ৫০ কেজি ওজনের চালের বস্তা ও ২ বান্ডিল ঢেউটিন অনুদান হিসেবে প্রদান করা হয়। এসময় সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, দেলওয়ার হোসেন, আজগর, সোহেল, খোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ দুপুর ১২টা ৪০ মিনিটে মোহাব্বত আলীপাড়া হরন্নিছা বাপের বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় ১১ বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় সর্বমোট ১৭ পরিবার। এতে প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি