মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরতিয়া পাড়া এলাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১ টায় অগ্নিকান্ড সংঘটিত হয়। অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। সংঘটিত এ অগ্নিকান্ডে ৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং একটি নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার (আংশিক) পুড়ে গিয়ে প্রায় ১০ লক্ষাধিক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বসতঘরের মালিক সূত্রে জানা যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, রাত ১ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মৃত শফিকুর রহমানের ছেলে সোলতান আহমদ, ছৈয়দুল আলম, মাখন আলীর পুত্র শাহ আলম, শাহ আলমের পুত্র জহিরুল ইসলামের ৪ টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং অাগুনের লেলিহান শিখায় নুরুল উলুম তাজবিদুল কোরঅান মাদ্রাসা, মোক্তার আহমদ,শামশুল আলমের আংশিক বসত ঘরও পুড়ে যায়। গরুর ঘোয়াল ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ধারণা করছে স্থানীয়রা।
বাঁশখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন বৈষ্ণব জানান, অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হওয়ার খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে অাগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।