মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীঃ আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ৭টা ১৫মিনিটের সময় চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কের বাঁশখালীর রঙ্গিয়াঘোনা মনচুরিয়া বাজারের দক্ষিণ পাশে ব্রীজের সামনে উত্তর দিক হতে আসা একটি দ্রুত গামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহেদা আকতার (১৪) নামে রঙ্গিয়াঘোনা ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী ঘটনাস্থলেই মারা গেছে।
একই মাদ্রাসার ছাত্রী, নিহত শাহেদার সহপাঠী মুর্শিদা বেগম (১৪) পিতা নুরুল আলম কে আশংকা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তেজিত জনতা ঘাতক ট্রাক আটক করে চালককে পুলিশে সোপর্দ করেছে।
নিহত শাহেদা আকতারের পিতার নাম মোজাফ্ফর আহমদ বলে জানা গেছে।