মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীঃ আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের সময় চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কের বাঁশখালীর রঙিয়াঘোনা মনচুরিয়া বাজারের দক্ষিণ পাশে ব্রীজের সামনে উত্তর দিক হতে আসা একটি দ্রুত গামী ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে শাহেদা আকতার (১৪) নামে রঙিয়াঘোনা ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী ঘটনাস্থলেই মারা গেছে। একই মাদ্রাসার ছাত্রী, নিহত শাহেদার সহপাঠী মুর্শিদা বেগম (১৪) পিতা নুরুল আলম কে আশংকা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মইজ্জারটেক এলাকায় মারা যায়। উত্তেজিত জনতা ঘাতক ট্রাক আটক করে চালক কে পুলিশে সোপর্দ করেছে।নিহত শাহেদা আকতারের পিতার নাম মোজাফ্ফর আহমদ বলে জানা গেছে। এলাকায় চলছে শোকের মাতম।