BanshkhaliTimes

শীলকূপে মিজানুর রহমান আল আজহারী, মাহফিলে জনতার স্রোত

বাঁশখালী টাইমস- শীলকূপ ইউনিয়ন উন্নয়ন পরিষদ, বাঁশখালী কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কুরআন মাহফিল গতকাল বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিশেষ মুফাসসিরের আলোচনা পেশ করেন- নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা ক্বারী আবদুল মজিদ নাটোরী, পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব।

বাঁশখালী উপজেলা প্রশাসন তাদের জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করে নিলে বাদে মাগরিব মাহফিলস্থল কানায় কানায় ভরে ওঠে। মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে দলে দলে। বাদে এশা মাহফিলস্থলে তিল ধারণের ঠাঁই ছিল না। যার কারণে মাহফিলে আগতদের মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রাত সাড়ে নয়টায় মঞ্চে আসেন খ্যাতিমান সংগীত শিল্পী নেয়ামত উল্লাহ নিজামী। তাঁর একাধিক সংগীত পরিবেশনের মঞ্চে আসন গ্রহণ করেন সকলের কাঙ্ক্ষিত বক্তা, বর্তমান সময়ে বিশ্বব্যাপী ব্যাপক সাড়া জাগানো মুফাসসিরে কুরআন আল্লামা ড. মিজানুর রহমান আল আজহারী।

প্রধান মুফাসসিরের আলোচনায় ড. মিজানুর রহমান আল আজহারী বলেন- কাফেরেরা চায় কুরআনের আলোকে নিভিয়ে দিতে, কুরআনে আলোকে এক জায়গায় নিভিয়ে দিলে তা দশ জায়গায় জ্বলে ওঠে। অনেকে আবার আমাদের দেশের জাতীয় সংসদে দাঁড়িয়েও ধর্ম নিয়ে কটাক্ষ করে। এদের জিহবা কেটে ফেলা দরকার। তিনি আরো বলেন- আমাদেরকে সবসময় জিকিরে মশগুল থাকতে হবে। কেননা জিকিরের মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। জিকির হতে হবে এমন, যেই জিকিরে আল্লাহর নাম থাকে। জিকির করতে হবে নিরবে। এখন তো কেউ কেউ জিকির করতে করতে বাঁশের আগায়ও ওঠে যায়। তাদের জিকিরে আবার আল্লাহর নামও নেই। এসব জিকির নয়। সাহাবারা কখনো এমন জিকির করেননি। নন্দিত এই মুফাসসিরে কুরআন আরো বলেন- আমরা যারা মুসলমান আমাদের ঐক্যের দরকার আছে না নাই? আমাদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে কেউ আর ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না।

বিশাল এই তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মিজান সিকদার প্রমুখ।

উল্লেখ্য বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিকেল সাড়ে চারটার দিকে মাহফিলে ১৪৪ ধারা জারি করা হয়। পরে বিভিন্ন মহলের তৎপরতায় তা প্রত্যাহার করে নেয়া হয়।

BanshkhaliTimes
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *