নিজস্ব প্রতিবেদক: শীলকূপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শেইন্নাপাড়া এলাকার মনকিচর সরকারী প্রাথমিক বিদ্যালয় (লাল স্কুল) সংলগ্ন মাঠের পার্শ্বেই স্থানীয় সাবেক মেম্বার বাহাদুর আলম হিরনের মালিকানাধীন অনটেস্ট মিনি ট্রাক অনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা দামের এই ট্রাক টি গতকাল বুধবার গভীর রাতে কে বা কারা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে গাড়িটি পুড়ে যায়।
স্থানীয় সূত্র ও গাড়িটির মালিক বাহাদুর আলম জানায়, প্রতিদিনের মত আমাদের গাড়ি গুলো ভাড়া মেরে রাতের বেলায় গাড়িটি স্কুলের পার্শ্বেই রেখে যায়।প্রতিনিয়ত আমাদের গাড়ি গুলো ওই স্থানে রাখি। কিন্তু গতকাল গভীর রাতের আধারে কে বা কারা আমার গাড়িটি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আমার গাড়িটি পুরো পুড়ে তছনছ হয়ে যায়। কী কারণে গাড়িটিতে আগুন ধরিয়ে দিল আমাদের জানা নাই।
এ দিকে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।