মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁঁশখালী টাইমস: বাঁশখালীতে বাবুল দেব প্রকাশ রুবেল নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নের পুর্ব শীলকূপ নোয়াপাড়া গ্রাম থেকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। সে ওই এলাকার সদন দাশের ছেলে।
বিগত ১৮ ফেব্রুয়ারী রাতে তার বন্ধু দিদারসহ কয়েকজন মিলে পুর্ব শীলকূপের ৮০ ঘরপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তার স্ত্রী রুজিনা আক্তারকে জোরপুর্বক ধর্ষণ করে। ১ সন্তানের জননী ওই গৃহবধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ২৬ ফেব্রুয়ারী বাঁশখালী থানায় মামলা নং ৩০/৫৫ তারিখ ২৬.০২.২০১৮ দায়ের করে। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই মামলার এজাহারভুক্ত ২ নং আসামি বাবুল দেব প্রকাশ রুবেলকে গ্রেফতার করে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন হীরা জানান, ধর্ষিতা গৃহবধুর দায়ের করা মামলায় বাবুল দে রুবেলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাবুল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি জানান, মামলার ১নং আসামি দিদারুল ইসলামকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। গ্রেফতারকৃত বাবুল দেবকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।