বিটি ডেস্ক: গতকাল শীলকূপ ( Shilkup ) ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মনকিচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (লাল স্কুল নামে পরিচিত) সড়ক পরিদর্শন করেন বাঁশখালী ( Banshkhali ) উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম। তার তত্ত্বাবধানে হওয়া উন্নয়ন কাজ দেখতে তিনি এই পরিদর্শনে যান। জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত এই উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গেলে স্থানীয় লোকজন তার সাথে সাক্ষাৎ করেন। তারা তাদের অভিযোগ-অনুযোগ উপজেলা চেয়ারম্যানকে জানান।
এসময় স্থানীয় লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন শীলকুপ ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী রুনা লায়লার প্রতিনিধি আলহাজ্ব মোক্তার অাহমদ, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর অালম চৌধুরী ।