মিজান বিন তাহের: শীলকুপ ইউনিয়নের সেনায়েত আলী পাড়ার নতুন বাড়ি শীলকুপ ৮নং ওয়ার্ড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে তিন পরিবারের এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে এটাশিতে রাখা নগদ দেড় লক্ষ টাকা সহ ৬ লক্ষাধিক পরিমান টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এসময় স্থানীয়রা আগুন নিভাতে এসেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। উত্তরের তীব্র বাতাসে আধা ঘন্টার ব্যবধানে বাঁশের বেড়া সম্বলিত ছনের চালা ঘরটিই মুহূর্তের মধ্যে পুড়ে ছাঁই হয়ে যায়।
গতকাল শনিবার (২৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভয়াবহ এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা জানান। বাড়ির মালিক দুলা মিয়া (৭০) বলেন, সন্ধ্যার সময় আমার ছেলের মেঝ বউ চুলায় ভাত রান্না করতে গিয়েছে। তাদের ছোট ছেলেকে বাহির থেকে ডেকে আনতে গেলেই তাৎক্ষনিক চুলার আগুন ছনের চালায় ধরে। বৃদ্ধার তিন ছেলে আনু মিয়া, আহমদ মিয়া, মো. হোসাইনের পরিবার এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বাস করছে। জানাযায় তারা দিনমজুর। কোন রকম টানাপোড়নের মাধ্যেই চলে তাঁদের সংসার। বৃদ্ধার বড় ছেলে আনু মিয়া গতবছর কোরবানের সময় গরু বিক্রি করে দেড় লক্ষ টাকা পায়। এক সপ্তাহ আগে সে ইসলামি ব্যাংকে রাখা টাকা গুলো বাড়িতে রেখেছিল গরু ক্রয় করবে বলে। এখন পুরো পরিবার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। এসময় শিলকুপ ইউপি চেয়ারম্যান মো. মহসিন ও স্থানীয় ইউপি সদস্যা রাবেয়া বেগম উপস্থিত ছিলেন।
মুহাম্মদ মিজান বিন তাহের
বাঁশখালী প্রতিনিধি
০১৮২৪-৯৬৪২৬৭/০১৭৩৪-৯৭২৪৪৭
তাং-২৮.০১.২০১৮