মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব মনকিচর মোহাব্বত আলী পাড়া হরাচিন্না বাপের বাড়িতে বুধবার দুপুর ১টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১৬ টি বাড়ি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ২৩ পরিবার। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।
সংঘটিত এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হল- মৃত কুইল্যা মিয়ার পুত্র ফজল কাদের, আব্দুল মালেক, আব্দুল মোনাফ, আব্দুল মোনাফের ছেলে মু. আলমগীর, জাহাঙ্গীর আলম, মৃত চাঁন মিয়ার পুত্র আব্দুল জলিল, লেদু মিয়া, লেদু মিয়ার পুত্র জাকের উল্লাহ্, শফি উল্লাহ্, মৃত ঠান্ডা মিয়ার পুত্র আনু মিয়া, সুফি আলম, মাহাবুব আলম, আনু মিয়ার পুত্র ইছহাক, কামালের পুত্র মুহাম্মদ আক্কাস, মৃত আঞ্জু মিয়ার পুত্র মুহাম্মদ হারুণ, মমতাজ বেগম, ইসলাম মিয়া।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার টিম প্রধান মোঃ আজাদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌছান। আমাদের ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ১৬ টি বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৩টি পরিবারকে নগদ ২ হাজার ৫ শত টাকা করে আর্থিক সহযোগিতা ও শীতবস্ত্র প্রদান করেন।