বাঁশখালী টাইমস: বাঁশখালীর অলীকুল শিরোমনি, শীলকূপ মাইজপাড়াস্থ মাওলানা মনছুর অালী (রহঃ) এর নাতী ও হযরত আশরাফ আলী থানবী (রহঃ) এর খলিফা মাওলানা আব্দুল লতিফ সাহেব প্রকাশ বুড়া হুজুরের ছোট সন্তান মাওলানা অাবদুচ ছবুর সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
নগরীর ট্রীটমেন্ট হসপিটালে ব্রেইন স্ট্রোকের চিকিৎসাধীন অবস্থায় আজ ২৪ আগস্ট রাত ১২:৩০ টায় তিনি পরকালে পাড়ি জমান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। তিনি ২ পুত্র, ৩ কন্যাসন্তান, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য, তিনি বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের মামা শ্বশুর।
তাঁর মৃত্যুর সংবাদে শীলকূপসহ বাঁশখালীর আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।