তাফহীমুল ইসলাম, বাঁশখালী- সনাতন ধর্মের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা নবমীতে বাঁশখালীর শীলকূপের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ড. জমির উদ্দীন সিকদার। তিনি গতকাল সন্ধ্যায় শীলকূপের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য মিজান সিকদারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ড. জমির উদ্দীন সিকদার বলেন, ‘বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই সরকারের আমলে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে।’