মুহাম্মদ মিজান বিন তাহের: শীলকূপ ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবার ৯নং (ক) শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহসিনের মাতা ফিরোজা বেগম আজ (২৫ এপ্রিল) বুধবার ভোর সাড়ে ৪টায় ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
পরিবার সূত্রে জানা যায়, মরহুম ফিরোজা বেগম দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় চট্টগ্রাম ডেল্টা ক্লিনিকে বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মরহুমের ৩ ছেলে সন্তান, ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিকে ইউনিয়ন পরিষদের পক্ষে সংশ্লিষ্ট সকল, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজ (২৫ এপ্রিল) বুধবার স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গনে বাদে আছর বিকেল সাড়ে ৫ টার সময় মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হবে।