শীলকূপ প্রতিনিধি :
শীলকূপ ( Shilkup ) ইউনিয়নের মধ্যম মাইজপাড়ায় অবস্থিত নুরুদ্দীন সিকদার জামে মসজিদ (প্রতিষ্ঠাকাল: প্রাপ্ত তথ্য মতে, ৩০০ বছর পুরনো এ মসজিদ) তিনশ বছর পূর্বে জনাব মরহুম নুরুদ্দীন সিকদার সাহেব প্রথম প্রতিষ্ঠা করেন, দীর্ঘদিন সংস্কারহীন থাকার পর বাঁশখালী শীলকূপ ইউনিয়নের কৃতিসন্তান, বাঁশখালী ( Banshkhali ) এস. অালম পাওয়ার প্লান্ট এর চেয়ারম্যান জনাব অালহাজ্ব নাছির উদ্দীনের অার্থিক সহযোগিতায় ২০৬৮ বর্গফুটের মসজিদ চতুর্থবার পুণরায় নির্মাণ কাজ আরম্ভ হয়। এতে এলাকাবাসী দীর্ঘদিন পর ভালো একটি মসজিদ পেতে যাচ্ছে। গত ২২ অক্টোবর ২০১৬, শনিবার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়।