মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: পৌরসদরস্থ জলদী মিয়ার বাজার বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রৌশন মর্তুজা আজাদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১১ নভেম্বর ) বিকালে বিদ্যালয়ে অায়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন হিসেবে পরিচিত বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় বিগত কয়েক বছরে শতভাগ ভাল ফলাফলে সুনাম অর্জন করেছে। তিনি বিদ্যালয়ের অবসরকালীন বিদায়ী শিক্ষিকা রৌশন মরতুজা আজাদের ত্যাগ ও অান্তরিক প্রচেষ্টায় একই বিদ্যালয়ে সুনামের সহীত দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস প্রদান করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও বাঁশখালী আইনজিবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট তোফাইল বিন হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান, বাঁশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ,ম্যানেজিং কমিটির সদস্য শহীদুল হক চৌধুরী, টিনা ধর, অভিভাবক সদস্য হোসনে আরা, রৌশনুজ জাহান মুক্তা, ইশরাত জাহান, সহকারী শিক্ষিকা মোর্শেদা বেগম,বরোকেয়া বেগম, উৎপল দেব, মোছাদ্দেকা খানম, সুচন্দা দে, লাভলী সিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি।
